শনিবার, ২৬ মার্চ, ২০১৬

Windows 10 এর Photo Viewer ভাল লাগছেনা । ফিরিয়ে আনুন সেই পুরানো Windows 7 এর Photo Viewer মাত্র 848KB Software দিয়ে ।



আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন । অনেকদিন পর আবার আসলাম আপনাদের সামনে । আজকে কি নিয়ে লিখবো আশা করি নাম দেখে বুঝে গেছেন আমরা সবায় জানি যে মাইক্রোসফট এর নতুন অপারেটিং সিস্টেম Windows 10  মুক্তি পেয়েছে এবং অনেকেই ইতিমধ্যে তা ব্যবহার  শুরু করে দিয়েছেন প্রচলিত সকল উইন্ডোজ এর মত Windows 10  মাইক্রোসফট অনেক নতুন Function Add করেছে যার কারনে যারা পূর্বের সিস্টেম আর সাথে মানান সই তাদের কিছুটা সমস্য দেখা দিয়েছে ।
এটাই স্বাভাবিক যারা Windows 10 Upgrade মাধমে ইন্সটল করেছেন  তারা হয়ত এই রকম সমস্যায়  পরেন নাই কিন্তু যারা Clean Setup দিয়েছেন  তাদের অনেকেরই হয়ত Windows 10 এর Photo Viewer ভাল লাগেনা তারা চাইলে তাদের পুরনো  Windows 7 এর  Photo Viewer কে ফিরিয়ে আনতে পারবেন ফিরিয়ে আনতে চাইলে নিচের লিঙ্ক থেকে সফটওয়্যার টি Download করেন। সফটওয়্যার টি ডাউনলোড হয়ে গেলে প্রথমে জিপ ফাইল টি Unzip করুন এবং WinaeroTweaker.exe টুলস টি ওপেন করুন ওপেন করার এই রকম একটি উইন্ডো দেখতে পারবেন


এখান থেকে Windows Apps  Click করেন । Click করার পর তার নিচ থেকে  Activate Windows Photo Viewer Click করেন  তার পর  ডানপাশ থেকে Activate Windows Photo Viewer Click করেন । Click করার পর কিছুক্ষণ লোড হবে তারপর এরকম একটি উইনডো আসবে ।


এখান থেকে Windows Photo Viewer Click করেন । তারপর ডানপাশ থেকে Set this Programs default এ Click করে OK দিন কাজ শেষ । এখন একটি ফটো ওপেন করে দেখেন আপনার উইনডোজ সেভেন এর Photo Viewer দিয়ে ওপেন হয়েছে। কোন সমস্যা হলে টিউমেন্ট করে জানান কেমন লাগল? ভাল না খারাপ? নাকি কোন সমস্যা হল?  টিউমেন্ট করে জানাবেন ভাল থাকুন, সুস্থ থাকেন এবং http://pcexpart24.blogspot.com  এর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ফেজবুকে আমি Click Here


1 টি মন্তব্য:

  1. তথ্যবহুল পোষ্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ। তথাপি প্রযুক্তিসহ শিক্ষা বিষয়ক টিউটোরিয়াল দেথতে ও লিখতে ভিজিট করুনঃ http://bdtutorialgift.blogspot.com/

    উত্তরমুছুন