শনিবার, ২৬ মার্চ, ২০১৬

Windows 10 এর Photo Viewer ভাল লাগছেনা । ফিরিয়ে আনুন সেই পুরানো Windows 7 এর Photo Viewer মাত্র 848KB Software দিয়ে ।



আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন । অনেকদিন পর আবার আসলাম আপনাদের সামনে । আজকে কি নিয়ে লিখবো আশা করি নাম দেখে বুঝে গেছেন আমরা সবায় জানি যে মাইক্রোসফট এর নতুন অপারেটিং সিস্টেম Windows 10  মুক্তি পেয়েছে এবং অনেকেই ইতিমধ্যে তা ব্যবহার  শুরু করে দিয়েছেন প্রচলিত সকল উইন্ডোজ এর মত Windows 10  মাইক্রোসফট অনেক নতুন Function Add করেছে যার কারনে যারা পূর্বের সিস্টেম আর সাথে মানান সই তাদের কিছুটা সমস্য দেখা দিয়েছে ।

মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

উইন্ডোজ ১০ কি আপনার অজান্তে অটো আপডেট নিচ্ছে বন্ধ করার উপায় খুজে পাচ্ছেন না ।তাহলে এই টিউনটি আপনার জন্য ।


আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন । অনেকদিন পর আবার আসলাম আপনাদের সামনে । আজকে কি নিয়ে লিখবো আশা করি নাম দেখে বুঝে গেছেন বর্তমানে উইন্ডোজ এর সর্বশেষ ভার্সন হল উইন্ডোজ ১০ । তবে এখানে উইন্ডোজ অটো আপডেট বন্ধের অপশন নেই । তাই যারা ব্রডব্যান্ড ব্যবহার করেন তাদের হয়ত প্রবলেম হবে না তবে যারা মডেম ব্যবহার করেন তাদের জন্য একটা বিরাট দুঃসংবাদ ।