আজ আমি Windows এর Font কি ভাবে Change করতে হয় তা দেখাব, অনেক সহজে Font Change করতে পারবেন, আপনার পছন্দের যে কোন Font দিয়ে আপনার কম্পিউটার এর রুপ বদলে নতুন রুপ দেন । তা হলে চলেন দেখে নেই কি কি জিনিসের Font Change করা যায় ।
Step : 1
প্রথমে মাউসের রাইট সাইট ক্লিক
করে Personalization এ যেতে হবে ।
Step : 2
তার পর এই রকম একটি উইনডো আসবে
।
Step : 3
এখান থেকে সার্চে এ ক্লিক করে
Color লিখতে হবে । তারপর এ রকম একটি উইনডো আসবে ।
Step : 4
এখান থেকে Change Window
colors and mertics এ click করতে হবে । তারপর এরকম একটি উইনডো আসবে ।
Step : 5
এখানে Item থেকে কিসের Font
Change করবো তা সিলেক্ট করতে হবে । তার পর Font থেকে নিজের ইচ্ছা মত Font Change
Apply তে Click করে OK দিতে হবে । বুজতে কোন সমস্যা হলে ফেজবুকে নক করেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন